মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
Published : 03 Dec 2024, 03:21 PM
নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদায় পরিকল্পা কমিশনের সদস্য করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের ২২ মে বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
ক্ষমতার পটপরিবর্তনে ব্যাপক মাত্রায় রদবদলের মধ্যে ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন। এসময় সচিব পর্যায়ে রদবদল হলেও ইসি সচিব শফিউল আজিমকেই সামাল দিতে হয় ইসি সচিবালয়।
২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে।
এবার পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১৩১ জন
জাহাংগীর জননিরাপত্তা সচিব, বিমানের আজিম ইসিতে
নতুন কমিশন দায়িত্ব নেওয়র দুই সপ্তাহের মধ্যে ওএসডি হলেন ইসি সচিব শফিউল আজিম। কক্সবাজারের শফিউল আজিম সরকারি চাকরিতে তার কর্মজীবন শুরু ১৯৯৫ সালে।
২০২২ সালের ১২ ডিসেম্বর বিমানের এমডির দায়িত্ব পান তিনি। বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মে মাসে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হন। সাড়ে ছয় মাস ইসি সচিবালয়ে দায়িত্ব পালন করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) এ এস এম হুমায়ুন কবীরকে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
হুমায়ুন কবীর ২৫ অগাস্ট অতিরিক্ত সচিব পদোন্নতি পান।
আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদায় পরিকল্পা কমিশনের সদস্য করা হয়েছে।