বিমানের এমডি শফিউল আজিম পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।
Published : 22 May 2024, 12:01 AM
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করেছে সরকার।
আর বিমানের এমডি শফিউল আজিম পদোন্নতি পেয়ে ইসির নতুন সচিব হয়েছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।
জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব পাওয়া জাহাংগীর ১৯৬৯ সালের ১৫ মে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। বিসিএস ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯৪ সালে ২৫ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়িতে কাজে যোগ দেন।
২০২২ সালের ২৭ অক্টোবর জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব করা হয় জাহাংগীরকে। এবার তিনি সচিব হয়ে পুরনো দপ্তরে ফিরলেন।
বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিউল আজিমের জন্ম ১৯৬৭ সালের ১৮ নভেম্বর; গ্রামের বাড়ি কক্সবাজার।
সরকারি চাকরিতে তার কর্মজীবন শুরু ১৯৯৫ সালে। ২০২২ সালের ১২ ডিসেম্বর বিমানের এমডির দায়িত্ব পান তিনি।
আরও পড়ুন