পাঁচ মাসের মাথায় বিমানের এমডি বদল

মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শফিউল আজিমকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2022, 06:17 PM
Updated : 7 Dec 2022, 06:17 PM

রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের এমডি পদে পাঁচ মাসের মাথায় বদল আনল সরকার।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শফিউল আজিমকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরেক অতিরিক্ত সচিব যাহিদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন, যাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব রদবদলের আদেশ দেওয়া হয়।

এর আগে অতিরিক্ত সচিব যাহিদ হোসেন বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর বাংলাদেশের পতাকাবাহী এয়ারলাইন্সটির এমডি হিসেবে গত ১৩ জুলাই নিয়োগ পান।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত আরেক অতিরিক্ত সচিব রাহাত আনোয়ারকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।