“আমরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সড়কের পাশে অবস্থান নিয়েছি৷ এখানেই রাতে অবস্থান করব।”
Published : 10 Feb 2025, 10:22 PM
পুলিশের লাঠিপেটা, জলকামান ও টিয়ারগ্যাসের মুখে শাহবাগ থেকে সরে যাওয়ার পর আবার সেখানেই ফিরে এসেছেন প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী আন্দোলনকারীরা।
প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের নেতা তালুকদার পিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সড়কের পাশে অবস্থান নিয়েছি৷ এখানেই রাতে অবস্থান করব।”
তবে তারা দুপুরের মত মূল সড়কের পাশে অবস্থান না করে সড়কের একপাশে পলিথিন বিছিয়ে বসায় যান চলাচলে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে নিয়োগ বাতিলের প্রতিবাদ ও দ্রুত নিয়োগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে সময় সাউন্ড গ্রেনেডের আওয়াজও পাওয়া যায়।
পুলিশের জলকামান থেকে ছোড়া পানির তোড়ে সন্তান কোলে এক নারী আন্দোলনকারী পড়ে যাচ্ছেন- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নারী আন্দোলনকারীদের মারধর ও হেনস্তা করার কিছু ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ভিডিও শেয়ার দিয়ে পুলিশের সমালোচনা করছেন অনেকে।
এ বিষয়ে প্রশ্ন করলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলছেন, “শাহবাগে রাস্তা ব্ন্ধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। সেখানে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ন্যূনতম যে ব্যবস্থাটা নেওয়া দরকার সেটা নিয়েছে।”
আন্দোলনকারীরা দুপুরে জলকামান ও লাঠিপেটার মুখেও শাহবাগ অবরোধ বহাল রাখতে চেষ্টা করেন। তবে পুলিশ টিয়ারশেল ব্যবহার শুরু করলে তারা সড়ক ছাড়েন।
পরে বিকেলে শাহবাগে পলিথিন বিছিয়ে আবার অবস্থান নেন প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক ও এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা।
গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাই কোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয়।
ওই আদেশ প্রত্যাহার করে নিয়োগ নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রত্যাশীরা।
আরও পড়ুন
শাহবাগে চাকরিপ্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ
শাহবাগে চাকরিপ্রত্যাশীদের লাঠিপেটা, টিয়ারশেল ও জলকামান
শাহবাগ ছেড়েছে প্রাথমিক ও এনটিআরসিএ'র নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা