“হামলাকারীরা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নূরুল ইসলামের পদত্যাগ দাবি করতে থাকে,” বলেন এক কর্মকর্তা।
Published : 16 Aug 2024, 10:56 PM
ক্ষমতার পালাবদলের এক সপ্তাহ পর সংবিধানিক প্রতিষ্ঠান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।
‘আন্দোলনকারী’ পরিচয় দিয়ে ‘মুখোশ পরা’ একদল ব্যক্তি বৃহস্পতিবার হামলা ও ভাঙচুর চালায় বলে এ দপ্তরের কর্মকর্তারা জানান। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের অনেকেই অফিস শেষে বাড়ি ফিরছিলেন। এমন সময় একদল ‘দুর্বৃত্ত’ এসে প্রথমে সিসিটিভি স্টোরেজ সরিয়ে ফেলে। কনফারেন্স রুমের দরজা ভেঙে ফেলে।
“তারা এক ঘণ্টার মত ছিল। আমরা তিন তলায় প্রতিরোধের জন্য গিয়েছিলাম। একপর্যায়ে আর্মি এসে হামলাকারীদের সরিয়ে দেয়।”
ওই কর্মকর্তা বলেন, “হামলাকারীরা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নূরুল ইসলামের পদত্যাগ দাবি করতে থাকে। ধারণা করছি, আমাদের অফিসেরই সাবেক কোনো কর্মকর্তা ওই পদে আসার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।”
হামলা-ভাঙচুরের খবরে পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল ওই কার্যালয় পরিদর্শন করে। হামলাকারীদের সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে প্রতিনিধি দল জানিয়ে দেয়। দুষ্কৃতিকারীদের আইনের হেফাজতে দেওয়ার পরামর্শ দেন তারা।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ধরনের হামলার কথা আমরা শুনেছি। কিন্তু আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি।”