রাস্তায় এলোমেলোভাবে বাস রাখা বন্ধ করতে বলল পুলিশ

বাসচালকসহ পরিবহনকর্মীদের সচেতন করতে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানান হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 12:05 PM
Updated : 3 June 2023, 12:05 PM

রাস্তায় এলোমেলো করে বাস রেখে কিংবা যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা বন্ধ করতে বাস মালিকদের প্রতি আহবান জানিয়েছে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ।

ঢাকা মহানগরের ভেতরে চলাচলকারী বাসগুলোর মালিকদের সঙ্গে শনিবার এক বৈঠকে এ আহ্বান জানান হয়। গুলশান-১ এর ইমানুয়েলস সেন্টারে এই মতবিনিময় সভা হয়েছে। এতে গুলশান ট্রাফিক বিভাগের বিভিন্ন রাস্তায় চলাচলকারী বাসগুলোর প্রায় পঞ্চাশজন মালিক ও প্রতিনিধি অংশ নেন।

সভায় ট্রাফিক গুলশান বিভাগের উপ কমিশনার আব্দুল মোমেন ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নেওয়া, এলোমেলো করে রাস্তায় গাড়ি রাখা, যত্রতত্র যাত্রী নেওয়া বন্ধের পরিবহনকর্মীদের সচেতন করতে বাস মালিকদের প্রতি তিনি আহবান জানান।

মোমেন বলেন, “বাসের সাথে সংশ্লিষ্ট ড্রাইভার ও অন্যান্যদেরকে আরও বেশি মনিটরিং করতে হবে। প্রয়োজনে তাদেরকে জবাবদিহির আওতায় এনে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

বাসচালকদের আলাদা ডাটাবেজ ও নায্য বেতন কাঠামো ঠিক করে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য বাস মালিকদের আহবান জানান তিনি।

সভায় ট্রাফিক গুলশান বিভাগের এডিসি এ এস এম হাফিজুর রহমান, এসি মুস্তাফিজুর রহমান, এসি ইমরান হোসেন, এসি আবুল হোসেনসহ ট্রাফিক পরিদর্শকরা উপস্থিত ছিলেন।