Published : 07 Apr 2025, 10:29 PM
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার বিষয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
ঢাকায় বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেইটে সোমবার দলের বিক্ষোভ-সমাবেশে তিনি বলেন, “গাজায় নিরপরাধ নিষ্পাপ শিশুদের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে তা চরম মানবাধিকারের লঙ্ঘন। বিশ্বের এমন কোনো যুদ্ধ আইন নেই, যে আইনে গণহত্যা বৈধ।
“আমরা দেখছি, মানবতার ধোঁয়া ওড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা ও ফিলিস্তিনকে রক্ষায় ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু ওআইসি আজ নির্জীব। এই নির্জীব ওআইসি আমাদের প্রয়োজন নেই।”
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে সোমবার ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বায়তুল মোকারম জাতীয় মসজিদ এলাকায় সংহতি সমাবেশ করে লেবার পার্টি।
সেখানে গণফোরামের নেতা মহসিন রশিদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড নুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, জনতার অধিকার পার্টির মহাসচিব মো. রাজা রহমান, নাগরিক পার্টির আহসান উল্লাহ শামীম, জাস্টিস পার্টির আবুল কাসেম, সমাজতান্ত্রিক দলের হাফিজুর রহমান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মুফতি তরিকুল ইসলাম সাদি, হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ রুম্মান সিকদার, মনির হোসেন খান, মিরাজ খান, জাহিদুল ইসলাম বক্তব্য দেন।