পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে রয়েছেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ।
Published : 05 Feb 2025, 09:10 PM
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মামাদু জেফিরিন।
পাঁচ দিনের সরকারি সফরে মঙ্গলবার তিনি ঢাকায় পৌছানোর পর বুধবার এ বৈঠক হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সেখানে বলা হয়, ঢাকা সেনানিবাসের সেনাসদরে এ বৈঠক হয়। সাক্ষাতে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে মামাদু জেফিরিন শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
সেখানে তিনি একটি গাছের চারাও রোপণ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সফরকালে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং কক্সবাজার এরিয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তার এ সফর বাংলাদেশ ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেনাবাহিনী মনে করছে।
পুরোনো খবর
সেনাপ্রধানের সঙ্গে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের মতবিনিময়
পিলখানা হত্যাকাণ্ড: সেনাপ্রধানের সঙ্গে তদন্ত কমিশনের সাক্ষাৎ