একই প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বদলি করে কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
Published : 14 Aug 2024, 07:19 PM
ক্ষমতার পালাবদলে সরকার ও রাষ্ট্রের শীর্ষ পদে চাকরিচ্যুতি, বাধ্যতামূলক অবসর ও রদবদলের ধারায় এবার বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল-বিইপিআরসি এর চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব দিয়ে বদলি করা হলো।
বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
একই প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বদলি করে কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
মোকাব্বির হোসেন গত বছরের ২৯ নভেম্বর সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। একই বছরের ১২ জুলাই থেকে তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান পদে যোগ দেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোকাব্বির হোসেন। ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব হিসেবে পদোন্নতি পেয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে যোগ দেন।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবেও দায়িত্ব পালন করেন মোকাব্বির হোসেন।
পরিকল্পনা কমিশনের সদস্য এমদাদ উল্লাহ এর আগে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।
শেখ হাসিনার পতনের পর নবগঠিত অন্তর্বর্তী সরকার প্রশাসনে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর, পদোন্নতি, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বদলি ও পদায়ন করছে। এরই মধ্যে সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মর্তাদের পদে নতুন বসিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই ধারায় বুধবারও বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন
এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান