সচিব বলেন, “এখন সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর। তারা যদি বলে ১৫ দিনের মধ্যে লোক নেবে, তাহলে আমরাও ১৫ দিনের মধ্যে পাঠাতে প্রস্তুত।”
Published : 22 Jan 2025, 04:16 PM
ভিসাসহ সব প্রক্রিয়া চূড়ান্ত থাকার পরও মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীকে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন।
বুধবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “এ বিষয়ে আমরা আবার কথা বলব। তবে প্রাথমিকভাবে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে শুধু ‘ফেইস বাই ফেইস’ হবে। যেভাবে আলোচনা চলছে আমরা আশা করছি কয়েক মাসের মধ্যে এটি করতে পারবো। মার্চ-এপ্রিলের মধ্যে এটি সম্ভব হবে।
“এখন সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর। তারা যদি বলে ১৫ দিনের মধ্যে লোক নেবে, তাহলে আমরাও ১৫ দিনের মধ্যে পাঠাতে প্রস্তুত।”
সচিব বলেন, “এটা সমাধান করার জন্য মালয়েশিয়ার সঙ্গে আমাদের আলোচনা চলছে, এটা সমাধানের দিকে যাচ্ছে তা আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি। অবশ্যই আমরা জানাব। যে প্রক্রিয়ায় এটি চূড়ান্ত হবে, সে প্রক্রিয়ায় তাদের পাঠানোর ব্যবস্থা করতে হবে।”
সব প্রক্রিয়া সম্পন্ন করেও নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা একদল ব্যক্তি ঢাকার কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেছিলেন।
বুধবার সকাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে সড়ক অবরোধ করে রাখায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১১টার দিকে ওই সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে সড়কের একপাশে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ-কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, “বুধবার বেলা ১১টা থেকে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা সড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ তাদের অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে দেয়।”
নতুন-পুরনো বিদেশি কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য গেল বছরের ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকেট স্বল্পতাসহ বিভিন্ন কারণে ওই সময়ের মধ্যে যেতে পারেননি প্রায় ১৮ হাজার বাংলাদেশি।
এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গেল অক্টোবরে ঢাকা সফরে এসে তার দেশে ওই বাংলাদেশিদের যাওয়ার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
আরও পড়ুন
মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ: কারওয়ান বাজারে সড়ক অবরোধ
মালয়েশিয়ায় প্রবাসীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান প্রধান
মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ: যাওয়ার সুযোগ পাবেন ১৮ হাজার কর্মী
মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ: টাকা 'ফেরত পেয়েছেন' ৭০% কর্মী
মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ: ১৮ জুলাইয়ের মধ্যে না যেতে পারাদের অর্থ ফের