“আমরা ঘরবাড়ি বিক্রি করে, সুদের ওপর টাকা নিয়ে ৬-৭ টাকা লাখ করে দিয়েছি; আজ আমরা বাড়ি ফিরতে পারি না,” বলেন একজন।
Published : 22 Jan 2025, 12:27 PM
সব প্রক্রিয়া সম্পন্ন করেও নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা একদল ব্যক্তি ঢাকার কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেছেন।
বুধবার সকাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে সড়ক অবরোধ করে রাখায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১১টার দিকে ওই সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে সড়কের একপাশে নিয়ে যায়।
বিক্ষোভকারীদের একজন বলেন, “আজ ৭ মাস হল আমরা একটার পর একটা আশ্বাস পাই। দিনের পর দিন আমাদের নতুন করে সময় দেওয়া হচ্ছে, আমাদের তারা নিয়ে যাবে।
“কিন্তু আমরা ঘরবাড়ি বিক্রি করে, সুদের ওপর টাকা নিয়ে ৬-৭ টাকা লাখ করে দিয়েছি। আজ আমরা বাড়ি ফিরতে পারি না। আমাদের আর অপেক্ষা করার সুযোগ নাই।”
পুলিশ উদ্দেশ্য করে ওই বিক্ষোভকারী বলেন, “আমরা বলতে চাই, আমাদের ছোট ভাই হিসেবে দেখেন আমরা কি অপরাধ করেছি? আমাদের লাঠিচার্জ করছেন। আমরা তো মারামারি করতে আসিনি।”
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ-কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, বুধবার বেলা ১১টা থেকে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা সড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ তাদের অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে দেয়।
“আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা যেন রাস্তাটি ছেড়ে দেয়। কারণ আপনারা জানেন এখানে অনেক হাসপাতাল, ক্লিনিক আছে। তাদের যাতায়াতে অসুবিধা তৈরি হচ্ছিল। ওনারা আমাদেরকে বলেছিল, আলোচনা করে আমাদেরকে জানাবে। কিন্তু যেহেতু ওনারা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেনি; তখন আমরা তাদেরকে অনুরোধ করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি।”
নতুন-পুরনো বিদেশি কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য গত বছরের ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকেট স্বল্পতাসহ বিভিন্ন কারণে ওই সময়ের মধ্যে যেতে পারেননি প্রায় ১৮ হাজার বাংলাদেশি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে ঢাকা সফরে এসে তার দেশে ওই বাংলাদেশিদের যাওয়ার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।