হামলায় ফায়ার সার্ভিসের অন্তত চার কর্মী আহত হয়েছেন।
Published : 04 Apr 2023, 01:44 PM
ঈদের আগে ঢাকার বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন দ্রুত নেভানো সম্ভব না হওয়ায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা করেছে উত্তেজিত জনতা।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে দেশের অন্যতম বড় এই কাপড়ের মার্কেটে আগুন লাগে। পাশেই ফায়ার সার্ভিসের সদর দপ্তর থাকায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় মাত্র দুই মিনিটের মধ্যে।
কিন্তু বাতাসের মধ্যে ঘিঞ্জি ওই মার্কেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এক পর্যায়ে আশপাশের মার্কেটেও আগুন জ্বলতে দেখা যায়।
এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে উত্তেজিত জনতা ফায়ার সার্ভিস সদরদপ্তরে ঢিল ছোড়ে এবং নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালায়।
তাতে ফায়ার সার্ভিসের অন্তত চার কর্মী আহত হয়েছেন বলে এ বাহিনীর পরিচালক (অপারেশন্স) লেফটেন্যনন্ট কর্নেল তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, তারা হেডকোয়ার্টারে ভাঙচুর করেছে, কন্ট্রোল রুমে ঢুকেও বিশৃঙ্খলা করেছে।”
পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজিত জনতাকে সেখান থেকে সরিয়ে দেয়।