তার রিমান্ড চেয়ে দুদকের আবেদন শুনানি পিছিয়ে আগামী ২৬ জানুয়ারি দিন ঠিক করেছে আদালত।
Published : 19 Jan 2025, 05:34 PM
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত।
এছাড়াও তার রিমান্ড চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন শুনানির কথা থাকলেও তা পিছিয়ে আগামী ২৬ জানুয়ারি দিন ঠিক করেছে আদালত।
শুনানি শেষে রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মতিউরের স্ত্রী লায়লা কানিজের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আগামী ২৬ জানুয়ারি তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হবে।”
মামলায় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম সংস্থাটির পক্ষে শুনানি করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লায়লা কানিজ লাকির বিরুদ্ধে মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এর আগে গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ইসমাইল লায়লা কানিজের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরবর্তীতে শুনানি শেষে রিমান্ড শুনানির জন্য রোববার ঠিক করেছিল আদালত।
গত মঙ্গলবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।
চলতি বছরের ১২ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইসমাইল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি লায়লা কানিজ (৫৭) দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে।
এছাড়াও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করে।
এছাড়াও মো. মতিউর রহমান তার প্রথম স্ত্রী জনাব লায়লা কানিজকে (৫৭) অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৯ টাকা মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।