সরকারের উদ্যোগে তাদের সিঙ্গাপুরে ন্যাশনাল আই সেন্টারে পাঠানো হয়েছে।
Published : 24 Jan 2025, 07:38 PM
জুলাই গণঅভ্যুত্থানের সময় আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে, যারা রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার সকালে বাংলাদেশ বিমানেরএকটি ফ্লাইটে (বিজি ০৫৮৪) তাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।
এই সাতজন হলেন- আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব।
তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য দিয়ে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তাদের সিঙ্গাপুরে ন্যাশনাল আই সেন্টারে পাঠানো হয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। সহিংসতার জেরে তা ছাত্র-জনতার সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভাকারীদের ওপর ব্যাপক হামলা চালায়। আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীও নজিরবিহীন বলপ্রয়োগ করে বলে অভিযোগ রয়েছে।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার আহতদের চিকিৎসায় টিম গঠন করে এবং সরকারি হাসপাতালগুলোতে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এর মধ্যে গুরুতর আহতদের বিদেশে পাঠানোরও উদ্যোগ নেয় সরকার।
নভেম্বরে গুলিবিদ্ধ মোহাম্মদ বাবু ও মো. কাজল মিঞাকে থাইল্যান্ডে পাঠানো হয়। তাদের আগে ছয়জনকে বিদেশে পাঠানো হয়।
তখন বলা হয়েছিল, আরও ১০-১২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশের ইতিহাসের বাঁক বদলে দেওয়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ‘শহীদদের’ তালিকা নিয়ে ১১ জানুয়ারি প্রথম গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে সারাদেশের ৮৩৪ জন ‘শহীদের’ নাম স্থান পেয়েছে।
সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ‘শহীদ’ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল গত ২১ ডিসেম্বর।