এরই মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ করার তথ্য দিয়েছে বিএসসিএল।
Published : 04 Mar 2025, 09:42 PM
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের পর দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম সরিয়েছে সরকার।
এর আগে সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখার প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদনের বিষয়টি জানানো হয়েছিল।
অনুমোদনের একদিন পর নাম পরিবর্তন কার্যকর হওয়ার তথ্য দিল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
মঙ্গলবার বিএসসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ করা হয়েছে।
এছাড়া গাজীপুর ও বেতবুনিয়ার ‘সজীব ওয়াজেদ ভূ-উপগ্রহ কেন্দ্র’ দুটির নাম পরিবর্তন করা হয়েছে। এগুলো প্রতিষ্ঠাকালীন নাম ‘প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর’ ও ‘সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া’ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যাটেলাইট ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক নিয়মনীতি মেনে এসব নাম পরিবর্তনের কার্যক্রম শুরু করেছে বিএসসিএল। এখন থেকে স্যাটেলাইটের যাবতীয় কার্যক্রম নতুন নামে পরিচালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গেল ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন খাতে ব্যাপক সংস্কার চালানোর কথা বলছে অন্তর্বর্তী সরকার।
সেই ধারাবাহিকতায় বিভিন্ন পদে ব্যাপক রদবদল হচ্ছে; সঙ্গে পরিবর্তন করা হচ্ছে সড়ক-সেতুসহ বিভিন্ন স্থাপনার নাম।
পুরনো খবর