“আমরা স্যাটেলাইট কোম্পানিকে চিঠি দিয়েছি। তারা পরবর্তী ব্যবস্থা নেবে”, বলেন উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।
Published : 03 Mar 2025, 06:03 PM
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এই প্রস্তাবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অনুমোদন পাওয়ার তথ্য দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।
সোমবার বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এই নাম পরিবর্তনের প্রস্তাব পাঠিয়েছিল।
“সেই প্রস্তাব আমরা উপদেষ্টা পরিষদে পাঠিয়েছিলাম। প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা স্যাটেলাইট কোম্পানিকে চিঠি দিয়েছি। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।”
গেল ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন খাতে ব্যাপক সংস্কার চালানোর কথা বলছে অন্তবর্তী সরকার।
সেই ধারাবাহিকতায় বিভিন্ন পদে ব্যাপক রদবদল হচ্ছে। সঙ্গে পরিবর্তন করা হচ্ছে সড়ক-সেতুসহ বিভিন্ন স্থাপনার নাম।