সবশেষ ২০২৪ সালের ২৭ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বর্ধিত সভা করে জাতীয় পার্টি।
Published : 16 Apr 2025, 06:40 PM
এক বছর পর কেন্দ্রীয় বর্ধিত সভা ডেকেছে জাতীয় পার্টি।
বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এই সভা ১৯ ও ২০ এপ্রিল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
১৯ এপ্রিল রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের নেতারা কেন্দ্রীয় বর্ধিত সভায় অংশ নেবেন।
আর ২০ এপ্রিল বর্ধিত সভায় অংশ নেবেন ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের নেতারা।
সবশেষ ২০২৪ সালের ২৭ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বর্ধিত সভা করে জাতীয় পার্টি।
আওয়ামী লীগ সরকার পতনের পর চাপে থাকার মধ্যে বর্ধিত সভা করতে যাচ্ছে জাতীয় পার্টি।
২০০৮ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে জোট বা সমঝোতা করে জাতীয় পার্টি মোট চারটি নির্বাচন করেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর অতীতের এই সিদ্ধান্তের কারণে এখন তারা চাপে আছে।
সরকার পতনের পর বিভিন্ন মহল থেকে দলটিকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে।
যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বার বার এই অভিযোগ অস্বীকার করে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন বলে বক্তব্য দিয়েছেন।
এমনকি সরকার পতন আন্দোলনে নিজেদের অংশগ্রহণ ছিল বলেও দাবি করেন জি এম কাদের।