২০১৯ সালের ১১ এপ্রিল সাকির দলকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছিল কোর্ট।
Published : 10 Sep 2024, 05:14 PM
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন নির্বাচন কমিশন প্রত্যাহার করায় জোনায়েদ সাকি নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে আর বাধা নেই বলে আইনজীবী জানিয়েছেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ কথা জানান গণসংহতি আন্দোলনের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
তিনি বলেন, ২০১৯ সালের ১১ এপ্রিল গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাই কোর্ট। নির্বাচন কমিশনকে ৩০ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।
“কিন্তু তারা দীর্ঘ সময় এটা বাস্তবায়ন না করায় আমরা আদালত অবমাননার আবেদন করি। এরপর তারা হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে রায় স্থগিত করা হয়। সম্প্রতি নির্বাচন কমিশন তাদের আপিল আবেদন প্রত্যাহার করে নেয়। এতে হাই কোর্টের রায় বহাল থাকল এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে আর বাধা থাকল না।”
নির্বাচন কমিশন খুব দ্রুত গণসংগতি আন্দোলনকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।