চট্টগ্রাম থেকে যাত্রা শুরু হয়ে শেষ হবে কক্সবাজারে।
Published : 31 Oct 2024, 11:47 PM
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা তৈরি করতে নভেম্বরের প্রথম সপ্তাহে বাইসাইকেলে ৬৪ জেলায় পরিভ্রমণ করবেন ১০ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম থেকে যাত্রা শুরু হয়ে শেষ হবে কক্সবাজারে।
চট্টগ্রামকেন্দ্রিক ‘ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ব্যানারে হবে এ যাত্রা। তাদের মধ্যে সাতজন চট্টগ্রামের, কক্সবাজারের মহেশখালী ও টেকনাফ এবং ময়মনসিংহের একজন করে।
‘ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ’ এর নেতৃত্বে থাকা শামীম মাসুক আলম বলেন, নভেম্বরের ৫ বা ৭ তারিখ যাত্রা শুরুর দিন ঠিক কথা নিয়ে ভাবছেন তারা। পুরো যাত্রায় সচেতনতামূলক বিভিন্ন লেখা সম্বলিত পোস্টার, ব্যানার বহন করবেন সাইক্লিস্টরা।
এসব ব্যানারের মধ্যে কৃষক, নদী আর জলবায়ু সুরক্ষার আহবানের বার্তা দেবেন তারা।
শামীম মাসুক আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৬ সালের ১৬ ডিসেম্বর আমাদের গ্রুপটা চালু হয়। এর আগে আমরা এমনি সাইক্লিং করতাম। গ্লোবাল ওয়ার্মিং বিষয়ে সচেতনতার জন্য সাইকেল যেহেতু পরিবেশবান্ধব বাহন, তাই ১০ জন সাইকেল দিয়ে সমগ্র বাংলাদেশ পরিভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি।
এই পরিভ্রমন ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণকে উৎসর্গ করার কথাও বলেন তিনি।
এছাড়া ৬৪ জেলায় গাছ লাগানোর কর্মসূচিও রয়েছে তাদের।