প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে গত ১৩ অগাস্ট দায়িত্ব পান বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল।
Published : 19 Feb 2025, 12:15 AM
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ছয় মাস আগে সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্বে আসেন।
এর আগে গত ১৩ অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম।
তখন প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার মেয়াদকালে অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ দায়িত্ব পালন করবেন এই সাংবাদিক। সেজন্য সরকারের সচিবের পদমর্যাদা সুযোগ-সুবিধা পাবেন তিনি।
বাংলাদেশ অবজারভারে ক্রীড়া সাংবাদিক হিসেবে শফিকুলের সাংবাদিকতা জীবনের শুরু। সাড়ে সাত বছর ক্রীড়া সাংবাদিকতার পর বাণিজ্য বিষয়ে সাংবাদিকতা শুরু করেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে।
আড়াই বছর সেখানে কাজ করে ২০০৫ সালে এএফপিতে যোগ দেন। এএফপিতে প্রথম সাত বছর করেসপন্ডেন্ট হিসেবে এবং পরে ঢাকার ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল।
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি করা শফিকুলের উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে।