বুধবার তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।
Published : 16 Apr 2025, 05:44 PM
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
বুধবার তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ, ফারজানা রূপা এবং একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য প্রোডাকশন ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) জারি করে।
এদিন সকাল ৯টার দিকে আসামিদের আদালতে হাজির করা হয়। প্রথমে তাদের সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়। তারপর ৯টা ৫০ মিনিটের দিকে এজলাসে তোলা হয়। শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের অফিসার ইনচার্জ কাজী গোলাম মোস্তফা জানিয়েছেন, মামলাগুলোর মধ্যে
শাহবাগ ও মুগদা থানার ১টি ও যাত্রাবাড়ী থানার ৫ মামলায় আনিসুল হককে, শাজাহান খানকে যাত্রাবাড়ী থানার ৩ মামলায়, মুগদা থানার ১টি ও যাত্রাবাড়ী থানার ৪ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এবং পলককে মুগদা থানার ১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোজাম্মেল বাবুকে যাত্রাবাড়ী থানার ১টি মামলায় এবং শাকিল আহমেদ ও ফারজানা রয়পাকে যাত্রাবাড়ী থানার ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।