“অন্তঃদ্বন্দ্বের কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে," বলেন পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার।
Published : 20 Mar 2025, 11:19 PM
রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলি করে এক ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের তথ্য দিয়েছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
৩৫ বছর বয়সী ওই ব্যবসায়ীর নাম সুমন। ইন্টারনেট ব্যবসার পাশাপাশি স্থানীয় অপরাধচক্রের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য দিয়েছে পুলিশ।
গুলশান থানার এসআই মারুফ আহামেদ বলেন, পুলিশ প্লাজার উত্তরে সড়কের পাশ থেকে গুরুতর অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও বুকের বাঁ পাশে গুলির ক্ষত রয়েছে।
সুমনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা থাকার তথ্য দিয়ে এসআই বলেন, তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। থাকতেন ভাষানটেকে; ব্যবসা করতেন মহাখালী টিবিগেইট এলাকায়। সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে তার।
নিহতের স্ত্রীর বড় ভাই বাদশা বলেন, স্থানীয় ‘সেভেন স্টার’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সুমনের দ্বন্দ্ব রয়েছে। তারা এ হত্যায় জড়িত থাকতে পারে।
গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আল আমিন হোসাইন বলেন, অনেকেই তাকে ‘টেলি সুমন’ নামে ডাকেন।
“অন্তঃদ্বন্দ্বের কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।"