তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ রেখেছেন বিচারক।
Published : 08 May 2024, 05:05 PM
ঢাকায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলের বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
বুধবার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম আক্তারুজ্জামান আগামী ২৮ মে নতুন দিন ঠিক করে দেন।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া বড় মনির বিরুদ্ধে গত ৩০ মার্চ রাজধানীর তুরাগ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ঢাকার এক কলেজছাত্রী।
আগের একটি ধর্ষণের মামলার মধ্যেই ফের ধর্ষণ অভিযোগে এ মামলা দায়ের করা হয়। এর পনের দিন পর গত ১৫ এপ্রিল টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
বড় মনি টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।
কলেজছাত্রীর দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে গত ২৯ মার্চ রাতে তুরাগের প্রিয়াংকা সিটির ফ্ল্যাটে নিয়ে অস্ত্রের মুখে বড় মনির তাকে ধর্ষণ করেন। ওই দিন রাতে জাতীয় জরুরি সেবার ‘৯৯৯’ নম্বর থেকে ফোন পেয়ে তুরাগ থানা পুলিশ বড় মনির ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে।
বড় মনির বিরুদ্ধে ধর্ষণের আগের মামলার বিচার চলার মধ্যেই ২০২৩ সালের নভেম্বরে মামলার বাদী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুরনো খবর-
'ধর্ষণ': আওয়ামী লীগ নেতা বড় মনিকে দল থেকে অব্যাহতি
'ধর্ষণ': টাঙ্গাইলের বড় মনিরের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ নেতা বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত লাশ