ঢাকায় ফ্ল্যাটে ডেকে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগে ৯৯৯ এ সহায়তা চেয়ে ফোন করেন এক কলেজছাত্রী।
Published : 30 Mar 2024, 10:33 PM
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ঢাকার এক কলেজছাত্রী।
শনিবার তুরাগ থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার তথ্য দিয়েছেন এ থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ।
“প্রিয়াংকা সিটিতে বড় মনিরের ফ্ল্যাটে ধর্ষণের অভিযোগে ভিকটিম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় একজনকে আসামি করা হয়েছে।”
সকালে তুরাগ থানার ওসি মোস্তফা আনোয়ার ‘ধর্ষণের’ শিকার ওই ছাত্রী থানা পুলিশের হেফাজতে থাকার কথা জানিয়ে বলেছিলেন, মামলার প্রস্ততি চলছে।
গত শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবার ‘৯৯৯’ নম্বর থেকে ফোন পেয়ে তুরাগ থানা পুলিশ রাজধানীর প্রিয়াংকা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে।
ওই বাড়িতে ডেকে নিয়ে তাকে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এদিকে পুলিশ আসার খবর পেয়ে ফ্ল্যাট থেকে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি বড় মনির পালিয়ে যান বলে পুলিশের দাবি।
পরিদর্শক আবু সাঈদ বলেন, বড় মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে শুক্রবার রাতে প্রিয়াংকা সিটির ফ্ল্যাটে নিয়ে বড় মনির ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি বড় মনির জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।
আগের একটি ধর্ষণের মামলায় বর্তমানে জামিনে আছেন বড় মনির। ২০২২ সালের ডিসেম্বরের ওই ঘটনার বিচার চলার এক পর্যায়ে ধর্ষণের অভিযোগ আনা ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় ২০২৩ সালের নভেম্বরে।
আরও পড়ুন...