মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের মেয়াদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারীদের সুরক্ষা, শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীরা।
Published : 27 Jan 2025, 07:13 PM
তরুণরা তাদের মত প্রকাশে আগের সরকারের সময়ের তুলনায় এখন ‘বেশি স্বাচ্ছন্দ্য বোধ’ করছেন বলে ‘বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের’ (বিওয়াইএলসি ) এক জরিপে উঠে এসেছে।
সমসাময়িক বাংলাদেশে যুব সমাজের অবস্থান, ভাবনা ও প্রত্যাশা জানতে সম্প্রতি 'ইয়ুথ ম্যাটার্স সার্ভে' নামে সরাসরি ও অনলাইন জরিপ চালিয়ে এমন চিত্র পাওয়ার কথা বলছে বেসরকারি সংস্থাটি।
বিওয়াইএলসি বলছে, সরাসরি জরিপে অংশ নেওয়া ৭৩ দশমিক ৬ শতাংশ, আর অনলাইন জরিপে ৮১ দশমিক ৫ শতাংশ তরুণ-তরুণী আগের তুলনায় মত প্রকাশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে মত দিয়েছেন।
মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের মেয়াদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারীদের সুরক্ষা, শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীরা।
ঢাকার মহাখালীতে বিওয়াইএলসির প্রধান কার্যালয়ে সোমবার জরিপের ফলাফল তুলে ধরেন সংস্থাটির রিসার্চ, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগের ব্যবস্থাপক আবুল খায়ের সজীব।
জরিপের তথ্যে তিনি বলেন, সরাসরি ও অনলাইনে যথাক্রমে ৪১ দশমিক ৪ শতাংশ ও ৫০ দশমিক ৯ শতাংশ তরুণ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত ১ থেকে ৩ বছরের মত দায়িত্বে থাকা উচিত। সরাসরি জরিপে ২০ দশমিক ৯ শতাংশ ও অনলাইন জরিপে ৫৪ দশমিক ৪ শতাংশ তরুণ নিশ্চিত নন যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে কিনা।
আবার সরাসরি জরিপে ২৫ দশমিক ৩ শতাংশ ও অনলাইনে ৭০ শতাংশ তরুণ মনে করেন বর্তমান বাংলাদেশে মেয়ে ও নারীরা নিরাপদ বোধ করতে পারছে না।
শিক্ষার মান উন্নয়নেও মতামত দিয়েছেন তরুণরা। সরাসরি ও অনলাইন জরিপে যথাক্রমে ৭১ শতাংশ ও ৮৬ দশমিক ৪ শতাংশ তরুণ মনে করেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিক্ষার অবাধ পরিবেশের জন্য অন্তরায়।
সরাসরি ও অনলাইন জরিপে যথাক্রমে ৭৫ দশমিক ১ শতাংশ ও ৬৪ দশমিক ৮ শতাংশ তরুণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিজেদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছেন।
জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের শিকার হচ্ছে তরুণেরা। জরিপে অংশগ্রহণকারী ৫৫ দশমিক ১ শতাংশ তরুণ সরাসরি জরিপে ও ৭৩ দশমিক ১ শতাংশ তরুণ অনলাইন জরিপে এমনটাই মত দিয়েছে। সরাসরি জরিপে ৯৫ দশমিক ৫ শতাংশ ও অনলাইনে ৯৫ দশমিক ৭ শতাংশ তরুণ আগামী নির্বাচনে ভোট দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সরাসরি জরিপে ৬৮ দশমিক ৬ শতাংশ ও অনলাইনে ৮৪ দশমিক ৯ শতাংশ তরুণ মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ দেখানো উচিত নয়। সরাসরি ও অনলাইন জরিপে যথাক্রমে ২৮ দশমিক ৯ শতাংশ ও ৪৯ দশমিক ৫ শতাংশ তরুণ মনে করেন বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের সমসাময়িক অবস্থার সঠিক তথ্য প্রচার করে না।
সরাসরি জরিপে ৮৬ দশমিক ৪ শতাংশ ও অনলাইন জরিপে ৩৯ দশমিক ২ শতাংশ তরুণ মনে করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। আর অনলাইন জরিপের ২৪ দশমিক ৫ শতাংশ তরুণ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে নিশ্চিত নয়।
সরাসরি জরিপে বর্তমানে ৫২ দশমিক ৫ শতাংশ তরুণ ও অনলাইন জরিপে ৫১ দশমিক ৫ শতাংশ তরুণ ভবিষ্যৎ পেশা হিসেবে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে মত দিয়েছেন।
বিওয়াইএলসি দেশের ১ হাজার ৫৭৫ জনকে নিয়ে সরাসরি জরিপ চালিয়েছে। আর সংস্থাটির ওয়েবসাইটের জরিপে অংশ নিয়েছেন ১ হাজার ৬৬৩ তরুণ।
বিওয়াইএলসির আবুল খায়ের সজীব বলেন, সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর জাতীয় নির্বাচনের আগে এই জরিপ চালানো হয়। কিন্তু জুলাই-অগাস্ট আন্দোলনের পর যে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তরুণরা আগামীর বাংলাদেশ গঠনে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে, তা তুলে ধরাই এই বছরের জরিপের উদ্দেশ্য।
গত অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে জরিপ চালনার কথা তুলে ধরে তিনি বলেন, ফলাফলে তরুণদের আকাঙ্ক্ষা ও উদ্বেগ উভয়ই উঠে এসেছে।
সংবাদ সম্মেলনে বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ বলেন, “যুব সমাজের প্রত্যাশা অনুযায়ী আগামীর রূপরেখা তৈরির জন্য ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে’ একটি প্রমাণভিত্তিক দলিল। সমীক্ষাটি আমাদের দেখিয়েছে যে, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে যুব সমাজ সবার আগে সংস্কার চায়। তারা চায় দেশে দুর্নীতি বন্ধ হোক, স্বজনপ্রীতি দূর হোক, নাগরিকদের বিশেষ করে নারীদের অধিকার, নিরাপাত্তা ও সম্মান নিশ্চত থাকুক। তারা নির্ভয়ে কথা বলার পরিবেশ চায়। তারা দেশের উন্নয়ন ব্যবস্থায় সম্পৃক্ত থাকার সুযোগ চায়।”
সংবাদ সম্মেলনে বিওয়াইএলসির স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মুনিরা সুলতানা, অফিস অব প্রফেশনাল ডেভেলপমেন্টের ডেপুটি ম্যানেজার আহসান হাবিব, কমিউনিকেশন, মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগের সিনিয়র ম্যানেজার কাযরিয়া কায়েস বক্তব্য দেন।