অপরাধীচক্র বারবার চেহারা বদলায়
সন্তান হত্যার বিচার চাই না— এমন কথা কেন বাবার মুখে উচ্চারিত হয়, রাষ্ট্রশক্তি অতীতে তা অনুধাবন করতে পারেনি। কিন্তু এখন? দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষ যে পরিবর্তনটুকু বিশেষ করে নিরাপত্তার প্রত্যাশা করেছিল তা কেন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে? এ প্রশ্নের জবাব দেয়ার দায়ও সরকারেরই।