একুশে বইমেলার প্রস্তুতি থমকে যাওয়ায় সোহরাওয়ার্দীতে ‘যুব কনভেনশন’ করার অনুমতি নিয়ে আপত্তি তোলে বাংলা একাডেমি।
Published : 16 Jan 2025, 09:41 PM
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ‘যুব কনভেনশন’ এর জন্য সোহরাওয়ার্দী উদ্যানে যে বরাদ্দ দিয়েছিল গণপূর্ত অধিদপ্তর, তা বাতিল করা হলেও শুক্রবার সেখানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠনটি।
শুক্রবার উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অংশে ‘যুব কনভেনশন’ করার জন্য গণপূর্ত অধিদপ্তরের অনুমতি পেয়েছিল ইসলামী যুব আন্দোলন। কিন্তু তাতে একুশে বইমেলার প্রস্তুতি থমকে গেলে বাংলা একাডেমি আপত্তি তোলে।
এরপার বৃহস্পতিবার গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের সই করা এক চিঠিতে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতিপত্রটি বাতিল করার তথ্য জানানো হয়।
মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষে শুক্রবার উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অংশে ‘যুব কনভেনশন’ করার জন্য অনুমতি দেয়া হয়েছিল। এখন পুলিশ থেকে যেহেতু তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। এজন্য আমরা বরাদ্দপত্রের ১৩ নম্বর শর্তানুযায়ী সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতিপত্রটি বাতিল করেছি।”
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সকালে মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে আমরা তাদের সম্মেলনটি পরে করতে বলেছিলাম। তারা পরে আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি।”
তবে শুক্রবার সেখানেই সমাবেশের প্রস্তুতি এগিয়ে নেওয়ার কথা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল ১৭ জানুয়ারী, শুক্রবার, বাদ জুম্মা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে যুব কনভেনশন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
“ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।”
এর অংশ হিসেবে উদ্যানে মঞ্চ তৈরির কাজ মোটামুটি শেষ। বৃহস্পতিবারই সেখানে চেয়ার নিয়ে রাখা হয়েছে। সংগঠনের কর্মীরা ফেইসবুকে নিয়মিত পোস্ট দিচ্ছেন কনভেনশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে।
সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘হঠাৎ বন্ধ বইমেলার কাজ, ‘৪ দিনের জন্য’ উদ্যান ইসলামী যুব আন্দোলনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সেখানে বলা হয়, উদ্যানের যে অংশে বইমেলার নির্মাণ কাজ চলছিল, সোমবার সন্ধ্যার পর সেখানে এসে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন ইসলামী যুব আন্দোলনের পরিচয় দেওয়া একদল ব্যক্তি। তারা সম্মেলনের জন্য উদ্যান ব্যবহারের অনুমোদন নেওয়ার কথা বলেন। এরপর কাজ বন্ধ করে দেন শ্রমিকরা।
বিষয়টি গণপূর্ত অধিদপ্তরকে জানায় মেলা পরিচালনা কমিটি। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এর কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি লেখেন বইমেলা পরিচালনা কমিটির সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
চিঠিতে বাংলা একাডেমির মহাপরিচালক লেখেন, “বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজনের জন্য সোহরাওয়ার্দী উদ্যান পহেলা জানুয়ারি থেকে তেসরা মার্চ ২০২৫ পর্যন্ত বরাদ্দ পেয়েছে। বইমেলার প্রস্তুতি, বিশেষত স্টল নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে।”
“ইতোমধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যান্য সমাবেশ ও কার্যক্রম আয়োজনের জন্য অনুমতি প্রদান করেছে। এতে বইমেলা হুমকির মুখে পড়েছে। একই সময়ে অন্য কোনো সমাবেশ উদ্যানে হলে বইমেলা আয়োজন করা অসম্ভব।”
আগের খবর
সোহরাওয়ার্দীতে সমাবেশ হলে 'বইমেলা অসম্ভব': মহাপরিচালকের চিঠি
হঠাৎ বন্ধ বইমেলার কাজ, '৪ দিনের জন্য' উদ্যান ইসলামী যুব আন্দোলনের
দাবি তোলার পর বইমেলায় প্যাভিলিয়ন-স্টল বরাদ্দে পরিবর্তন
বইমেলায় স্টল বরাদ্দ: 'সুবিচার প্রত্যাশী' প্রকাশকদের ১০ দাবি
বইমেলায় এবার প্যাভিলিয়ন পাচ্ছে না এক ডজন প্রকাশনী