‘মার্চ ফর গাজায়’ উত্তাল সোহরাওয়ার্দী উদ্যান
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শনিবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ঘিরে ‘জনসমুদ্রে’ পরিণত হয় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। সারা দেশ থেকে এদিন ঢাকায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় মানুষ। মিছিল, ব্যানার, পোস্টার নিয়ে তারা ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দেন। সমাবেশ থেকে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি বাহিনীর বিচারসহ বেশকিছু দাবি তুলে ধরে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।