সবার জন্য উন্মুক্ত এ নাট্যোৎসব চলবে বইমেলার সমাপনী দিন পর্যন্ত।
Published : 20 Feb 2025, 12:06 AM
অমর একুশে বইমেলার ১৯তম দিনে এসে সোহরাওয়ার্দী উদ্যানে ফাঁকা পড়ে থাকা মঞ্চটিতে আলো জ্বলল।
শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বুধবার সেখানে শুরু হয়েছে ‘অমর একুশে নাট্যোৎসব’, যা চলবে বইমেলার শেষ ১০ দিন পর্যন্ত।
মেলায় লিটলম্যাগ চত্বরের পাশেই মুক্ত মঞ্চটি। নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চায়ন হয় নাট্যতীর্থ নাট্যদলের 'দ্বীপ' নাটক।
দর্শক সারিতে আরিফ সুলতান নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঞ্চটিতে আলো জ্বলার পাশাপাশি বইমেলাকে নতুন মাত্রা দিয়েছে নাট্যোৎসব। আগামী বছর থেকে বইমেলার আয়োজকদের উচিত প্রথম দিন থেকেই মঞ্চটিতে সাংস্কৃতিক আয়োজন করা।”
শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ বলছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায় নাটক মঞ্চায়ন হবে, যা সকলের জন্য উন্মুক্ত।
বইমেলার ১৯তম দিন বুধবার মেলার দরজা খোলে বিকাল ৩টায়। চলে রাত ৯টায় পর্যন্ত। অন্য দিনের তুলনায় ক্রেতা-দর্শনার্থী ছিল কম।
ঢিলেঢালা মেলায় হকারদের অবাধ বিচরণও দেখা যায়। চানাচুর বিক্রেতাদের কেউ কেউ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন মেলার ভেতরে।
এদিন মেলায় নতুন বই এসেছে ৭০টি। মাতৃভাষা প্রকাশ এনেছে সাংবাদিক আমীন আল রশীদের গবেষণা গ্রন্থ ‘বাংলাদেশের সংসদীয় বিতর্ক: জাতীয়তাবাদ, বাকশাল, রাষ্ট্রধর্ম ও অন্যান্য’। ১৬০ পৃষ্ঠার এই বইটির দাম ৩০০ টাকা।
আমীন আল রশীদ বলেন, “এই বইটি লেখার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সংসদীয় বিতর্কের ধরন সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের সংসদ কতটা কার্যকর, সেটি বোঝার চেষ্টা করা।”
প্রকাশনা সংস্থা আদর্শ এনেছে 'তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা'। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী অ্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী।
এদিন লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মাহমুদউল্লাহ, কাজল রশীদ শাহীন এবং তুহিন খান।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিশুসাহিত্যের মহীরুহ রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জুলফিকার শাহাদাৎ। আলোচনায় অংশগ্রহণ করেন শাহাবুদ্দীন নাগরী। সাংস্কৃতিক পর্বে কবিতা পাঠ করেন মজিদ মাহমুদ, কামরুজ্জামান এবং শফিকুল ইসলাম। বৃহস্পতিবার যা থাকছে
বৃহস্পতিবার বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ: রশীদ করীম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন হামীম কামরুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন অনিরুদ্ধ কাহালি এবং সাখাওয়াত টিপু।
পুরনো খবর-