আগের সপ্তাহে প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল করা হয়েছিল এক ডজনের বেশি প্রকাশনা সংস্থার।
Published : 15 Jan 2025, 11:42 PM
অমর একুশে বইমেলায় প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে মেলা পরিচালনা কমিটি।
এ বিষয়ে আগের সিদ্ধান্তকে ‘অন্যায় এবং অবিচার’ মন্তব্য করে প্রকাশকদের একটি প্ল্যাটফর্ম থেকে কিছু দাবি জানানোর পর নতুন এই সিদ্ধান্ত এল।
বুধবার বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটি’র চতুর্থ সভায় নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যপ্রকাশ ও আগামী প্রকাশনীকে বিগত বছরের মতোই প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পাঠক সমাবেশ, সময় প্রকাশন, পুঁথিনিলয়, নালন্দাকেও স্টলের পরিবর্তে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সভার পর বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইমেলার সার্বিক অবস্থা ও প্রকাশকদের অধিকতর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে স্টল বরাদ্দ বিষয়ে সভায় বিস্তৃত আলোচনা করা হয়েছে। সর্বসম্মতিতে প্যাভিলয়ন ও স্টল বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। সভায় কী সিদ্ধান্ত হয়েছে, সেটি জেনে পরে মন্তব্য করবো।”
সভায় সভাপতিত্ব করেন বইমেলা পরিচালনা কমিটির সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বইমেলায় অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগ ওঠায় এবারের মেলায় প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল করা হয়েছিল এক ডজনের বেশি প্রকাশনা সংস্থার।
৯ জানুয়ারি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, অন্যপ্রকাশ, আগামীসহ তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্যাভিলিয়নের আকার ছোট করার সিদ্ধান্ত হয়েছিল।
এছাড়া বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন বাতিল করে তাদের তিন ও চার ইউনিটের স্টল বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। স্টল বরাদ্দ দেওয়া হয়নি ‘জার্নিম্যান বুকস’কে।
রোববার মেলা পরিচালনা কমিটির এই সিদ্ধান্তকে ‘অন্যায় এবং অবিচার’ উল্লেখ করে ‘সুবিচার প্রত্যাশী প্রকাশকবৃন্দ’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু দাবি লিখিত আকারে দিয়েছিল।
যেসব প্রকাশনীর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৪/২৪ সাইজের প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে অন্যপ্রকাশ ও আগামী প্রকাশন। আগের সিদ্ধান্তে তাদের ২০/২০ সাইজের প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল।
এছাড়া ২০/২০ সাইজের প্যাভিলিয়ন পেয়েছে কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুঁথিনিলয়, সময় প্রকাশন। আগের সিদ্ধান্তে তাদের চার ইউনিটের স্টল দেওয়া হয়েছিল।
আগের সিদ্ধান্তে চার ইউনিটের স্টল পাওয়া নালন্দা ও তিন ইউনিটের স্টল পাওয়া শব্দশৈলীকেও ২০/২০ সাইজের প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।
আগের সিদ্ধান্তে তিন ইউনিটের স্টল পাওয়া জিনিয়াস পাবলিকেশন্সকে দেওয়া হয়েছে চার ইউনিটের স্টল। শিশু চত্বরে আগের সিদ্ধান্তে দুই ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছিল জনতা প্রকাশ ও ময়ূরপঙ্খী। তাদের দেওয়া হয়েছে ৩ ইউনিটের স্টল।
দুই ইউনিটের স্টল পেয়েছে বাবুই। আগের সিদ্ধান্তে তাদের এক ইউনিটের স্টল দেওয়া হয়েছিল।
ক্ষমতার পালাবদলের নতুন প্রেক্ষাপটে ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য নিয়ে ১ ফেব্রুয়ারি শুরু হবে মাসব্যাপী বইমেলা।
বিগত বছরের মত এবারের মেলাও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে হবে।
পুরোনো খবর:
বইমেলায় স্টল বরাদ্দ: 'সুবিচার প্রত্যাশী' প্রকাশকদের ১০ দাবি