তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
Published : 11 Nov 2024, 10:33 PM
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি জানাননি এ পুলিশ কর্মকর্তা।
গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের পর আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা একে একে গ্রেপ্তার হচ্ছেন। এ গ্রেপ্তার অভিযানের মধ্যে সাবেক এই সংসদ সদস্যের আটকের খবর এল।
আওয়ামী লীগের পাঁচবারের সংসদ সদস্য শম্ভু সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে (সদর-আমতলী-তালতলী) স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর কাছে হেরে যান।
গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২৫ অগাস্ট তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন-দুদক।
শম্ভুর বিরুদ্ধে দুদকে করা অভিযোগে বলা হয়েছে, বরগুনায় সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডিসহ ঠিকাদারি সংশ্লিষ্ট দপ্তরে টেন্ডারবাজি করে বিপুল অর্থ অর্জন করেছেন তিনি।
এ ছাড়া জেলার বিভিন্ন কাজে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি আর অপরাজনীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন বলেও অভিযোগ করা হয়।