ইসির সিনিয়র সচিব বলেন, জুলাই আন্দোলনে যারা কৃতিত্বের অধিকারী তাদের জন্য আজকের এ ছোট উপহার।
Published : 28 Jan 2025, 05:33 PM
গণআন্দোলনে আহত ভোটারদের নিবন্ধন কাজ সম্পন্ন করে হাসপাতালে জাতীয় পরিচয়পত্র তুলে দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে আহত চিকিৎসাধীনদের হাতে স্মার্ট এনআইডি কার্ড হস্তান্তর করা হয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ তাদের হাতে কার্ড তুলে দেন। এসময় এনআইডি মহাপরিচালক ও ইন্সটিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্যদের তথ্য সংগ্রহ শুরু হয়, যা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এরই মধ্যে জুলাই আন্দোলনে আহতদের তথ্য, বায়োমেট্রিক সংগ্রহ ও ছবি তোলা সম্পন্ন করে নিবন্ধন শেষ করা হয়।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এনআইডি সেবা কার্যক্রম আমাদের কাছে। কাজেই আমরা নৈতিক অবস্থান থেকে মনে করেছি, আহতদের তথ্য নেব এবং কার্ড পৌঁছে দেব। জুলাই আন্দোলনে যারা কৃতিত্বের অধিকারী তাদের জন্য আজকের এ ছোট উপহার।”
তিনি বলেন, এর মাধ্যমে আহতদের উন্নত চিকিৎসার জন্যে বিদেশে নেওয়ার প্রক্রিয়া সহজ হবে।