মেয়ের ‘ধাক্কায়’ অসুস্থ মায়ের মৃত্যু

অসুস্থ মাকসুদা নিজে নিজে বাথরুমেও যেতে পারতেন না সব সময়। মেয়েই তাকে দেখাশোনা করতেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক
Published : 3 Nov 2023, 10:50 AM
Updated : 3 Nov 2023, 10:50 AM

রাজধানীর বাড্ডায় এক বৃদ্ধার মৃত্যুর পর তার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বাড্ডা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম ৬৫ বছর বয়সী অসুস্থ মাকসুদা বেগমকে সেবা করার সময় বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে বসেন তার মেয়ে স্মৃতি বেগম। আর তাতেই তার মায়ের মৃত্যু হয় বলে পুলিশকে জানিয়েছেন ২৭ বছর বয়সী স্মৃতি। 

মাকসুদা বেগম ফুটপাতে চায়ের দোকান করতেন, আর তার মেয়ে স্মৃতি করতেন হকারি। মধ্য বাড্ডার ব্যাপারীপাড়ার একটি বাসায় মা ও মেয়ে থাকতেন।

বৃহস্পতিবার মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে মাকসুদার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি কাইয়ুম বলেন, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন মাকসুদা। নিজে নিজে বাথরুমেও যেতে পারতেন না সব সময়। মেয়েই তাকে দেখাশোনা করতেন।

“জিজ্ঞাসাবাদে স্মৃতি বলেছেন, গত রাতে বাথরুমে নিয়ে পরিষ্কার করার সময় এক পর্যায়ে বিরক্ত হয়ে মাকে ধাক্কা দিয়ে বসেন তিনি। তাতে পড়ে গিয়ে তার মা সেখানেই মারা যান।”

পুলিশ জানায়, স্মৃতির বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে। এরপর থেকে মায়ের সঙ্গেই থাকতেন। মাকসুদা বেগমেরও দুই বিয়ে। দুই স্বামীর সংসারে তার ছয় সন্তান।

এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।