তিনি বলেন, “কুয়েট আমার মূল স্থান, এখনো আমার চাকরি আছে ওখানে।”
Published : 08 Sep 2024, 03:45 PM
বৈষম্যবিরোধী প্রকৌশলী সমাজ এবং কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য পদ ছাড়লেন অধ্যাপক মুহাম্মদ আলমগীর।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশীদে কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা বলেছেন তিনি।
অধ্যাপক আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।“
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক আলমগীর বলেন, “কুয়েট আমার মূল স্থান, এখনো আমার চাকরি আছে ওখানে।”
২০১৯ সালের জুন থেকে ইউজিসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক আলমগীর। তবে সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ ক্যান্সার আক্রান্ত হওয়ায়, অধ্যাপক আলমগীরই চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন।
সরকার পতনের আন্দোলের মধ্যেই গত ২৭ অগাস্ট পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাকে।
এর মধ্যে ৫ অগাস্টের পর মাত্র দুবার অফিসে করেন অধ্যাপক আলমগীর। এবং ১২ অগাস্টের পর একবারও আসেননি।
এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে এই অধ্যাপকের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী প্রকৌশলী সমাজের ব্যানারে কর্মসূচি পালিত হয় ইউজিসির সামনে।
এর আগে গত ১১ অগাস্ট অস্ট্রেলিয়া থেকে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠান ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজকে গত ৫ সেপ্টেম্বর ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার।
পুরনো খবর
অস্ট্রেলিয়া থেকে পদত্যাগপত্র পাঠালেন ইউজিসি চেয়ারম্যান
পদ ছাড়ার 'চাপে' স্থবির ইউজিসি
ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ