দেশের অনেক স্থানে বৃষ্টি হচ্ছে আবার অনেক জেলাতেই বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।
Published : 16 Jun 2023, 10:25 PM
আষাঢ়ের দ্বিতীয় দিনে ঘণ্টা খানেকের ঝুম বৃষ্টি বর্ষা আসার জানান দিল নগরে; যা কিছু সময়ের জন্য টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীর মাঝে স্বস্তি আনলেও শিগগির পরিস্থিতি উন্নতির আভাস নেই আবহাওয়ার খবরে।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকের এক পশলা ভারি বর্ষণে চড়তে থাকা তাপমাত্রার পারদ নিচে নামলেও টানা বৃষ্টির সম্ভাবনা না থাকায় আরও কিছুদিন অস্বস্তিকর গরমেই কাটাতে হবে ঢাকাবাসীকে- এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাস।
টানা কয়েকদিন ধরে তপ্ত ঢাকায় ভ্যাপসা গরমের মধ্যে দিন পার হচ্ছিল রাজধানীবাসীর। একদিকে বাইরে বেড়োলে তাপপ্রবাহের আঁচে জ্বালা পোড়া আর বর্ষার আগমনে বাতাসে প্রচুর জলীয় বাষ্পের কারণে ঘরেও ঘাম ঝরছে সব বয়সীদের।
ভারি বর্ষণে সুনামগঞ্জ-সিলেটের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস
জুনের মাঝামাঝি বর্ষার বিস্তার, থাকবে গরমের দাপটও
শুক্রবারও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ বিভাগে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম অনুভূত হয়েছে এর চেয়ে অনেক বেশি। দিন-রাতে এমন অস্বস্তিকর গরমের মধ্যে শুক্রবার সন্ধ্যায় আকাশ ছেয়ে যায় কালো মেঘে; কিছুবাদেই শুরু হয় ঝুম বৃষ্টি। সঙ্গে ছিল থেকে থেকে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রপাত।
এদিন সন্ধ্যা ৭টা থেকে ঘণ্টাখানেকের মধ্যে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঢাকায়।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয়। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আবার অনেক এলাকায় তাপপ্রবাহ বয়েছে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। সিলেটে ভারি থেকে অতি ভারি বর্ষণ হচ্ছে তিন দিন ধরে। তবে বৃষ্টি হলেও ঢাকাসহ কিছু এলাকায় সহসা গরম কমছে না।
একদিকে বৃষ্টি, অন্যদিকে তাপপ্রবাহের মধ্যে শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী, পাবনা ও বগুড়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগ, রাজশাহীর অনেক এলাকা, টাঙ্গাইল, ফরিদপুর, দিনাজপুর জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়াবিদ কালাম।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাতেও চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে ।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।