তালা ভেঙে তিন মিনিটেই স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় বলে ভাষ্য দোকান মালিকের।
Published : 02 Sep 2024, 09:13 PM
ঢাকার মোহাম্মদপুরের জাপান গার্ডন সিটি সংলগ্ন টোকিও স্কয়ার মার্কেটের একটি দোকান থেকে ‘৪৫ ভরি’ স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
রোববার রাতে মার্কেটের চার তলায় নিউ আনাস জুয়েলার্স নামের দোকানটিতে এ ঘটনা ঘটে বলে আদাবর থানার ওসি মাহফুজুল হক জানান।
দোকানের মালিক স্বাধীন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৯টার কিছু পরে দোকান বন্ধ করে চলে যাই। এরপর রাত ১১টা ৩৯ মিনিটের দিকে নিরাপত্তা কর্মী ফোন করে জানায়, দোকানে তালা দিয়েছি কি না।
“তালা দেওয়ার কথা জানালে নিরাপত্তা কর্মী দোকানে তালা না থাকার কথা জানান। পরে বাসা থেকে ছুটে গিয়ে দেখি একটি শাটারের দিকে দুটি তালা নেই। ভেতরে প্রবেশ করে দেখি সব তছনছ।”
দোকানের ভেতরের দিকের কোনো স্বর্ণ বা নগদ টাকা খোঁয়া না গেলেও বাইরে সাজানো ৪৫ ভরির মত স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।
মার্কেটের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, মোট ছয়জন যুবকের মধ্যে দুজন দোকানের দরজা বা শাটারের তালা কাটেন। অন্যরা পাহারা দেন। বিচ্ছিন্নভাবে তাদের মোবাইল ফোনে কথা বলতেও দেখা যায়।
তালা ভাঙার পর একজন ব্যাগ নিয়ে ঢুকে পড়েন। দোকানে প্রবেশের আগে নিজেদের মধ্যে বিতণ্ডা হলে একজনকে তেড়ে যেতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, একজন ভেতরে ঢুকলে আরেকজন শাটার বন্ধ করে দেন। পরে একজন ছাড়া অন্যরা সিসিটিভির আওতার বাইরে চলে যান। কিছুক্ষণ পর একজন শাটার খুলে দিলে ভেতরে থাকা যুবক বেরিয়ে যান। সবার মুখেই ছিল মাস্ক।
দোকান মালিক স্বাধীন মোল্লা বলেন, “ভেতরে প্রবেশ করা যুবক বেশি সময় নেয়নি। সে ৯টা ১৬ মিনিটে ঢুকে তিন মিনিট পর বের হয়ে যায়।”
এ ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন আনাস জুয়েলার্স মালিক স্বাধীন।
মার্কেটের নিরাপত্তাকর্মীদের একজন আলী হোসেন বলেন, ২৪ ঘণ্টায় তিন শিফটে প্রায় ৪৩ জন কর্মী পালা করে মার্কেটের নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
“চুরির সময় দুজন ওই ফ্লোরে থাকলেও বিষয়টি কেন তাদের নজরে এল না, সে ব্যাপারে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে।”
সিসিটিভি ভিডিও দেখে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আদাবর থানার ওসি মাহফুজুল হক।