পুলিশ তাৎক্ষণিক ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি। স্থানীয়দের কাছে তিনি ছিলেন ‘ভবঘুরে’।
Published : 10 Apr 2025, 06:04 PM
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ‘বাগান গেইট’ এলাকার ফুটপাত থেকে মধ্যবয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরের (৯৯৯) মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার এসআই মাজিবুল আলম।
তিনি বলেন, “ঢামেকের বাগান গেইট ও জরুরি বিভাগের মাঝামাঝি বিপরীত পাশের ফুটপাতে অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন- এমন খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
স্থানীয়দের বরাতে তিনি বলেন, “অজ্ঞাত ওই ব্যক্তি ‘ভবঘুরে’ ছিলেন। তিনি ওই এলাকাতেই ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।”
ওই ব্যক্তির বয়স হবে ৪৫ বছরের মত। পুলিশ তাৎক্ষণিক তার পরিচয় জানতে পারেনি।