সৌরভের লেখাপড়া সাউথইস্ট ইউনিভার্সিটিতে। তিনি বিবিএর শিক্ষার্থী ছিলেন।
Published : 14 Mar 2025, 04:53 PM
রাজধানীর বনশ্রী এলাকার সড়কে ‘ট্রাকের ধাক্কায়’ এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে বনশ্রী-ডেমরা সড়কে ঢোকার মুখেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল মোটরসাইকেলটি। পাশে পড়ে ছিল দেলোয়ার হোসেন সৌরভের (৩১) লাশ।
সৌরভ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে তার স্বজনেরা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত ১টার দিকে বনশ্রী ‘এ’ ব্লকে শান্তা টাওয়ারের সামনের সড়কের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৌরভের লেখাপড়া সাউথইস্ট ইউনিভার্সিটিতে। তিনি বিবিএ ৩৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, রাত ১২টার পর লোকজন খবর দেয়, একটা ট্রাক ধাক্কা দিয়ে মোটরসাইকেলকে ছিটকে ফেলে দিয়েছে।
“পরে আমাদের লোকজন লাশ উদ্ধার করে। আমরা এখনও ট্রাকটি শনাক্ত করতে পারিনি।”
নিহতের মামাতো ভাই ইমরান হোসেন বলেন, সৌরভ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। রাতে কাউকে বাইকে করে নামিয়ে দিয়ে তিনি বাসায় ফিরছিলেন। রামপুরা ব্রিজ থেকে বনশ্রী রোডে ঢোকার সময় তাকে একটি গাড়ি ধাক্কা দেয়।
সৌরভ যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি খিলগাঁও নন্দীপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সংসারে তার তিন বছরের এক মেয়ে রয়েছে।