ঢাকার কলাবাগান বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
Published : 25 Sep 2024, 07:42 PM
প্রতারণার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এমএ আউয়াল।
বুধবার ঢাকার কলাবাগান বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
আবসান ব্যবসায়ী এম এ আউয়াল হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব।
একই মামলার হাভেলি প্রপার্টিজের হিসাবরক্ষণ কর্মকর্তা নবকুমারকেও গ্রেপ্তারের কথা জানিয়েছেন তালেবুর রহমান।
মামলার বিষয়ে কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ব্যক্তি বুধবার কলাবাগান থানায় প্রতারণার অভিযোগে মামলা করেছেন।
“প্লট দেওয়ার কথা বলে না দেওয়া এবং পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার কথা বলে চেক দিলেও সেটির বড় অংশ ব্যাংক থেকে ডিসঅনার হওয়ায় ওই ব্যক্তি মামলা করেন।”
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে এমপি হন এমএ আউয়াল । ২০১৮ সালে তরীকতের মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হলে তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন দল গঠন করেন।