নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ১৭ জন।
Published : 08 Jan 2025, 09:17 PM
দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে এ রোগে কারও মৃত্যু হয়নি।
নতুন রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৪৬৯ জন হয়েছে। আর মৃত্যু হয়েছে তিনজনের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল পর্যন্ত আগের একদিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৭ জন, ঢাকা বিভাগে নয়জন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, খুলনা বিভাগে একজন, রাজশাহী বিভাগে দুইজন, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৬২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১৭০ জন।
দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।
এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
২০২২ সালে সারা দেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।