ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সন্ধ্যার কিছু আগে তাকে নেওয়া হলে চিকিৎসা মৃত বলে জানান।
Published : 22 Feb 2024, 12:13 AM
ঢাকার যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় একটি পরিবহন কোম্পানির ব্যবস্থাপক নিহত হয়েছেন।
বুধবার বিকালের দিকে নড়াইল কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান নাসির (৪৫) বনফুল নামের পরিবহন কোম্পানির ‘কাউন্টার ম্যানেজার’ বলে তার সহকর্মীরা জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাসিরকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসেন তার সহকর্মী সুমন খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, হাসপাতালের জরুরি বিভাগে সন্ধ্যার কিছু আগে নাসিরকে নেওয়া হলে চিকিৎসা মৃত বলে জানান।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “নড়াইল কাউন্টারের সামনে থেকে আমাদের বাসটি ছেড়ে যাওয়ার সময় পাশ দিয়ে সেতু ডিলাক্স নামের একটি বাস ঢুকছিল। এ সময় দায়িত্বে থাকা নাসির দুই বাসের চাপায় পড়ে গুরুতর হন।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসক মৃত ঘোষণার পরই মরদেহ মর্গে নিয়ে রাখা হয়।
ঘটনাস্থল অনুযায়ী বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি বিএম ফরমান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছে।
"আমরা কোনো অভিযোগ এখনও পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
বরিশাল জেলার উজিরপুর উপজেলার দহরপার গ্রামের নাজেম আলীর ছেলে নাসির। দুইপুত্র সন্তানের জনক নাসির যাত্রাবাড়ীর সানারপাড়ে ভাড়া বাসায় থাকতেন।