পরিবারের সদস্যদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না জাকির হোসেন আজাদীর, তিনি ওই হোটেলেই থাকছিলেন বেশ কয়েক বছর ধরে।
Published : 16 Oct 2023, 10:24 AM
রাজধানীর মগবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন।
রোববার ‘সিটি স্টার’ নামের হোটেলটির পাঁচ তলার ৫১৫ নম্বর কক্ষের টয়লেট থেকে জাকির হোসেন আজাদীর মরদেহ উদ্ধার করা হয় বলে হাতিরঝিল থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান।
আজাদী একসময়ে ইত্তেফাকে কাজ করেছেন। পরে কাজ করেছেন বিভিন্ন পত্রিকায়। তার বাড়ি সাতক্ষীরায়। ৪৩ বছর বয়সী আজাদী ছিলেন অবিবাহিত।
ওসি হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে আজাদীর তেমন যোগাযোগ ছিল না। বেশ কয়েক বছর ধরে তিনি ওই ‘সিটি স্টার’ হোটেলেই থাকতেন।
“আমরা ধারণা করছি, দিন দুই আগে অসুস্থ অবস্থায় টয়লেটে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। দুদিন তার রুমের দরজা বন্ধ পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে হোটেলে তার রুম আর টয়লেটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।“
তবে ময়নাতদন্তের পরই আজাদীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।