ভোট পর্যবেক্ষণে দেশি সংস্থার আবেদন ২৫ নভেম্বরের মধ্যে

নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্ধারিত ছক ও আবেদনপত্রের নমুনা অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে (হার্ডকপি) আবেদন করতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 09:38 AM
Updated : 16 Nov 2023, 09:38 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশি সংস্থাগুলোর আবেদন করতে হবে নির্বাচন কমিশনে।

বৃহস্পতিবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, তফসিল ঘোষণা হওয়ার ১০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ নভেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করতে হবে।

নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্ধারিত ছক ও আবেদনপত্রের নমুনা অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে (হার্ডকপি) আবেদন করতে হবে।

নির্বাচন কমিশন থেকে অনুমতি পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় হতে সরবরাহ করা হবে।

স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংশ্লিষ্ট রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া হবে।

পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকের এসএসসি/সমমানের সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ফরম অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

পর্যবেক্ষক নীতিমালা-২০২৩ সহ ফরম EO-2, ফরম EO-3 ( অঙ্গীকারনামা) নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ রেখে বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।

এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রথম ধাপে ২১১টি দেশীয় সংস্থার মধ্যে থেকে যাচাই-বাছাই শেষে ৬৭টিকে নিবন্ধন দিয়েছে ইসি।

আর দ্বিতীয় ধাপে আরও ২৯টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

আরও পড়ুন:

Also Read: তফসিল ঘোষণা, ভোট ৭ জানুয়ারি

Also Read: দ্বিতীয় ধাপের বাছাইয়ে আরও ২৯ দেশি পর্যবেক্ষক সংস্থা

Also Read: নির্বাচন পর্যবেক্ষণ: প্রথম ধাপে নিবন্ধন পেল ৬৭ সংস্থা