ভেজা শরীরে ‘বাল্ব লাগানোর’ সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ইজিবাইক চালক ওই যুব্ক মৃত বলে চিকিৎসক জানান।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 04:31 PM
Updated : 23 May 2023, 04:31 PM

ঢাকার মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টির পর ভেজা শরীরে হোল্ডারে বৈদ্যুতিক বাতি লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. হাসান (২১)।

পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

হাসপাতালে আসা তার সঙ্গীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বৃষ্টির সময় ভিজে যান হাসান। ওই অবস্থায় বুদ্ধিজীবী কবরস্থানের পাশে বোটঘাট এলাকার গ্যারেজে যান তিনি। সেখানে খুলে রাখা বৈদ্যুতিক বাতি হোল্ডারে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

তার বাসা রায়েরবাজার বুদ্ধিজীবি কবরস্থানের পাশে বলে তার সঙ্গীরা জানিয়েছেন।