বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন।
Published : 13 Apr 2025, 06:16 PM
রাষ্ট্র সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিয়েছে গণফোরাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
রোববার জাতীয় সংসদ ভবনে এলডি হলে কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের কাছে নিজেদের মতামত জমা দেন দল দুটির প্রতিনিধিরা।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমিয়তে উলামায়ে ইসলাম আগে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের ওপর মতামত জমা দেয়। এদিন বাকী চার সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে তাদের মতামত দিল।
এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।
কমিশনের কাছে গণফোরামের মতামত হস্তান্তর করে দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টি এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে আলোচনায় বসবে কমিশন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে। এতে সহসভাপতি হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
কমিশনের সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।
রাষ্ট্র সংস্কারের লক্ষ্য ধরে গঠিত সংস্কার কমিশনগুলোর একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করছে ঐকমত্য কমিশন
সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে ৩৯টি দলকে অনুরোধ জানিয়েছিল ঐকমত্য কমিশন। তার মধ্যে ৩৪টি দল ইতোমধ্যে কমিশন মতামত দিয়েছে।
দলগুলোর মতামতের পর তাদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে গত ১৮ মার্চ বসে কমিশন। এ পর্যন্ত আটটি দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন।