বিএনপিবিহীন এ ভোটে পৌনে তিন হাজার মনোনয়নপত্র জমা পড়েছে।
Published : 01 Dec 2023, 12:13 AM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বগুড়া-৭ আসনে সর্বোচ্চ ২৫ জন আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বনিম্ন চারটি মনোনয়নপত্র জমা পড়েছে এমন আসন সংখ্যা ১২টি।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে দেশজুড়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৭৪১ জনের বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩০টি রাজনৈতিক দলেরও প্রার্থী ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগের বড় সংখ্যক নেতা এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
শেষ পর্যন্ত নির্বাচনে ৩০টি দল, প্রার্থী পৌনে ৩ হাজার
তসফিল অনুযায়ী জমার শেষ দিন বৃহস্পতিবারই বেশির ভাগ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। দেশজুড়ে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে প্রার্থী ও কর্মীদের ভিড়ে তা ভোট উৎসবের চেহারা পায়।
আসনভিত্তিক মনোনয়নপত্র জমার তথ্য বিশ্লেষণে দেখা যায়, বগুড়া-৭ আসনে সর্বোচ্চ ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে ১৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-৫ আসনে ২১ জনের।
সর্বনিম্ন ৪ জন মনোনয়নপত্র জমা পড়েছে দিনাজপুর-২, দিনাজপুর-৪, রংপুর-৪, সিরাজগঞ্জ-৪, ভোলা-১, বরিশাল-১, ঝালকাঠি-২, শেরপুর-২, ফরিদপুর-২, মাদারীপুর-১, সিলেট-৪, বান্দরবান পার্বত্য আসনে।