মনোনয়নপত্র জমার শেষ দিনে দেশজুড়ে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে প্রার্থীদের ভিড়ে তা ভোট উৎসবে চেহারা পায়।
Published : 30 Nov 2023, 10:12 PM
ভোট বর্জন করে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলগুলোকে ছাড়াই শেষ পর্যন্ত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন; যাতে অংশ নিচ্ছে ৩২টি দল, প্রার্থী সংখ্যা প্রায় পৌনে তিন হাজার।
আগামী ৭ জানুয়ারির এ ভোটে দলীয় ও স্বতন্ত্র হিসেবে প্রার্থী হতে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার ছিল দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থী হতে মনোনয়নপত্র জমার শেষ দিন। এদিন বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
রাতে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ৩০০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা পড়ার এসব তথ্য জানান। দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর একীভূত পূর্ণাঙ্গ তথ্য রাত ১০টা নাগাদ সম্পন্ন হয়নি।
এবার আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৩২টি দল অংশ নিলেও বিএনপিসহ ১৪টি দল ভোটের বাইরে রয়েছে।
এরমধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগ দল মনোনীতদের বাইরে বিকল্প (ডামি) প্রার্থী হওয়ার সুযোগ রেখেছে। এতে স্বতন্ত্র প্রার্থীদেরও সংখ্যা তুলনামুলক বেড়েছে।
এবার ঢাকা মহানগরের ১৫টি আসনে প্রায় পাঁচ ভাগের এক ভাগ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনারের তথ্য অনুযায়ী, ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনে (মহানগরের ১৫টি আসনে) মনোনয়নপত্র জমা পড়েছে ১৮৬টি; এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৫ জন।
সবশেষ একাদশ সংসদ নির্বাচনে বছর মনোনয়নপত্র জমার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ছিল ৪৯৮টি এবং দলীয় মনোনয়নপত্র ছিল ২ হাজার ৫৬৭টি। পরে প্রতীক বরাদ্দের সময় চূড়ান্তভাবে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১২৮ জন, দশম সংসদ নির্বাচনে ১০৪ এবং নবম সংসদ নির্বাচনে ১৫১ জন।
৭ জানুয়ারির নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার। বাছাই ১-৪ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় রয়েছে ১৭ ডিসেম্বর।
বৃহস্পতিবার বিকাল ৪টায় সময় শেষ হওয়ার ঘণ্টাখানেক পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে আসেন ইসি সচিব জাহাংগীর আলম।
তিনি বলেন, “মনোনয়নপত্র জমার সময় আর বাড়ানো হচ্ছে না। বিকাল ৪টায় সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশন মনে করে, এ সময়সীমা বাড়ানোর আর কোনো সুযোগ নেই।"
তাহলে বিএনপিকে ছাড়াই কি নির্বাচন হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা আপনারা বুঝে নেন।"
নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক শিবিরে মতানৈক্যের মধ্যেই গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন সিইসি।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং তফসিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার এবং সাপ্তাহিক ছুটির দুই দিন বিরতি দিয়ে অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করে আসছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।
দশম দফায় আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ, নৌপথে বিএনপি অবরোধ কর্মসূচি দিয়েছে।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, “আপনারা আগে থেকেই অবহিত রয়েছেন, অদ্য বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা অতিক্রম করেছে। প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।"
কোন আসনে কারা কারা প্রার্থী হয়েছে তা পরে জানানো হবে।
একাদশ সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি, সেই সংসদের মেয়াদ আগামী বছরের ২৯ জানুয়ারি শেষ হচ্ছে।
২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
আগের নির্বাচনে অংশ নেওয়া দল ও প্রার্থী
>> একাদশ সংসদ নির্বাচনে ৩৯টি নিবন্ধিত দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলের ১ হাজার ৮৬১ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী ১৭৩৩ জন; বাকি ১২৮ জন স্বতন্ত্র।
>> দশম সংসদ নির্বাচনে ১২টি দল অংশ নিয়েছিল। মনোনয়নপত্র জমা পড়েছিল ১ হাজার ১০৭টি, বাছাইয়ের পর টিকে ছিলেন ৮৭৭ জন। ১৫৩টি আসনে একজন প্রার্থী ছিল বলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
>> দল নিবন্ধনের পদ্ধতি চালুর পর নবম সংসদ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল ২৮টি দল; প্রার্থী ছিলেন ১৫৬৭ জন।
>> নিবন্ধন চালু হওয়ার আগে অষ্টম সংসদ নির্বাচনে ৫৫টি দল অংশ নেয়, প্রার্থী ছিলেন ১৯৩৯ জন।
>> সপ্তম সংসদ নির্বাচনে ৮১টি দল অংশ নেয়, ২৫৭২ জন প্রার্থী ছিলেন।
>> ষষ্ঠ সংসদ নির্বাচনে ১৪৫০ জন প্রার্থী ছিলেন, দল ছিলেন ৪২টি।
>> পঞ্চম সংসদ নির্বাচনে ২৭৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করে, দল ছিলেন ৭৫টি।
>> চতুর্থ সংসদ নির্বাচনে ৮টি দল অংশ নিয়েছিল, প্রার্থী ছিলেন ৯৭৭ জন।
>> তৃতীয় সংসদ নির্বাচনে ১৫২৭ জন প্রার্থী ছিল, দল ছিলেন ২৮টি।
>> দ্বিতীয় সংসদ নির্বাচনে ২৯টি দল অংশ নেয়, প্রার্থী ছিলেন ২১২৫ জন।
>> প্রথম সংসদ নির্বাচনে ১৪টি দল অংশ নেয়, ১০৯১ জন প্রার্থী ছিলেন।