গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশে কাকরাইল ও বিজয়নগরে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়; এ ঘটনায় পুলিশের মামলায় আসামি ৫৯ জন।
Published : 07 Nov 2023, 02:54 PM
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি সমর্থন তিন আইনজীবী আগাম জামিন পেয়েছেন হাই কোর্ট থেকে।
মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ তাদের তিন সপ্তাহের আগাম জামিন দেয়।
এরা হলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও নিতাই রায় চৌধুরী।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী।
কায়সার কামাল জানান, পাঁচজনের জন্য জামিন চাওয়া হয়েছিল। তবে তিনজন উপস্থিত থাকায় তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। তাদের তিন সপ্তাহের জামিন দেওয়া হয়েছে।
কাকরাইলে সংঘর্ষ, বিএনপির সমাবেশ পণ্ড
গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন সরকার স্থাপনায় হামলা হয়।
এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ রমনা থানায় মামলা করেছে।