আটক ব্যক্তির নাম ইয়াছিন আরাফাত। তিনি মাহবুবুর রহমান নামে এক পরীক্ষার্থীর পরিচয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ধরা পড়েন।
Published : 16 Mar 2025, 12:22 AM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট' পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে এসে ধরা পড়েছেন এক ব্যক্তি।
টাকাসহ তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে মূল পরীক্ষার্থীসহ দুইজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে বিমান কর্তৃপক্ষ।
শনিবার রাতে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তির নাম ইয়াছিন আরাফাত, বয়স ৩৪ বছর। তিনি মাহবুবুর রহমান নামে এক পরীক্ষার্থীর পরিচয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ধরা পড়েন।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, শনিবার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিমানের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষা হয়।
পরীক্ষা শুরুর মিনিট দশেক আগে ওই কেন্দ্রের ৪০৫ নম্বর কক্ষের সামনে ইয়াছিন আরাফাতকে ‘সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেৎ পরীক্ষা হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার পরিচয় জানতে চান। তখন তিনি নিজেকে পরীক্ষাথী হিসেবে পরিচয় দেন।
“কিন্তু কথা-বার্তা অসংলগ্ন হওয়ায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে মাহবুবুর রহমান নামে এক পরীক্ষার্থীর পরিচয়ে তিনি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন,” বলেন বোসরা ইসলাম।
ইয়াছিন জিজ্ঞাসাবাদে বলেন, প্রক্সি পরীক্ষা দিয়ে মাহবুবুরকে লিখিত পরীক্ষায় পাস করানোর জন্য তার সঙ্গে ১ লাখ টাকার চুক্তি হয়।
পরে কেন্দ্রের দায়িত্বরতরা শাহবাগ থানায় জানালে তারা ইয়াছিনকে আটক করে। এ সময় তার প্যান্টের পকেট থেকে চুক্তির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বোসরা ইসলাম বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশঙ্কা করছে, বিমানের নিয়োগ পরীক্ষায় নিয়োগ বাণিজ্য করার জন্য একটি ‘অসাধু চক্র' পরিকল্পিতভাবে প্রক্সি পরীক্ষাসহ বিভিন্ন বেআইনি কার্যক্রম পরিচালনা করছে এবং আসামিরা ওই চক্রের ‘সক্রিয় সদস্য'।”
তিনি বলেন, “বিমানের নিয়োগ পরীক্ষায় যে কোন অসাধু কার্যকলাপের বিষয়ে জিরো টলারেন্স নীতির প্রতিপালন করা হচ্ছে। তাই সোশাল মিডিয়াসহ অন্য যে কোনো মাধ্যমে নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষাসহ যেকোনো বেআইনি কার্যকলাপের প্রলোভনের বিষয়ে সর্বসাধারণকে বিশেষভাবে সচেতন এবং সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে।"