এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বের করা হয় পদযাত্রা।
Published : 01 Mar 2025, 10:54 AM
রোজার পবিত্রতা রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য পদযাত্রা করেছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার সকালে ঢাকায় এ পদযাত্রা বের করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের নেতৃত্বে পদযাত্রাটি বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।
আ. ছালাম খান বলেন, “আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই র্যালির আয়োজন করা হয়েছে।”